image image image image image image

আমাদের সম্পর্কে

FirtiGari অনলাইন প্ল্যাটফর্ম

যার মাধ্যমে বাংলাদেশের যে কোন জেলার যে কোন স্থান থেকে প্রাইভেট কার ও মাইক্রোবাস সাশ্রয়ী মূল্যে ভাড়া দেয়া বা নেয়া যায়। রেন্ট-এ-কারের ফিরতি পথের অধিকাংশ গাড়ি খালি আসে। আবার রেগুলার রেন্ট-এ-কারের ভাড়ার পরিমান অনেকের সাধ্যের বাহিরে। উভয় পক্ষের সুবিধার কথা মাথায় রেখে আমাদের এই প্ল্যাটফর্মটি তৈরি করা হয়েছে। , তাছাড়া ফিরতি পথের খালি গাড়িতে প্রচুর পরিমানে দেশের জ্বালানীর অপচয় হয়। FirtiGari এর মাধ্যমে এই অপচয় সর্বনিম্ন পর্যায়ে নিয়ে আনা আমাদের অন্যতম মূল লক্ষ্য।

safty-bg